শিবচরে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি উদ্বোধন
প্রকাশ | ২৩ মার্চ ২০২৩, ১২:৫১
“আলোকিত মানুষ চাই”- এ শ্লোগানকে সামনে রেখে মাদারীপুর শিবচরে বিশ্বসাহিত্য কেন্দ্র, ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার বইপড়া কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ মার্চ) দুপুরে ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে একাদশ শ্রেণির ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে কলেজের প্রায় অর্ধ শতাধিত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিশ্বসাহিত্য কেন্দ্র ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা সংগঠক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এখলাছ উদ্দিন চুন্নুর সঞ্চালনায় আলোচনায় উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ দীনেশচন্দ্র সরকার, সহকারী অধ্যাপক আব্দুল মতিন,সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানে উপাধ্যক্ষ দীনেশচন্দ্র সরকার বলেন, যারা বই পড়েন তারা আগামীতে দেশের উন্নয়নে যথার্থ পদক্ষেপ নেয়ার লক্ষ্য খুঁজে পান। বই পড়ার মাধ্যমে আমাদের আত্মার উন্নয়ন হয়, জ্ঞানের পরিধি এবং কল্পনাশক্তি বাড়ে। তাই জ্ঞানসমৃদ্ধ আলোকিত সমাজ গঠনে বই পড়ার অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ।
যাযাদি/ এস