সুন্দরগঞ্জে আধুনিক বাংলা গানের বইয়ের মোড়ক উন্মোচন 

প্রকাশ | ০৪ জুলাই ২০২৩, ০৯:৪৭

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিভৃতচারী লেখক, গীতিকার ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুস সামাদ মিঞা'র আধুনিক বাংলা গানের 'বলাকার পাখা দিয়ে' নামক বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। 

সোমবার দুপুর ১২ টার দিকে পৌরসভার সভাকক্ষে সুপ্রকাশ সাহিত্য সংসদ (সুসাস) এর আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সঞ্জয় সরকার।

লেখক ও সংগঠক কঙ্কন সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন বই লেখক মো: আব্দুস সামাদ মিঞা, লেখক ও গবেষক মো: শফিউল ইসলাম ভূঁইয়া, উপাধ্যক্ষ নাসরীন সুলতানা, গল্পকার হাসান রোকন, উত্তরণ পাঠাগার সংগঠক মো: আরিফুর রহমান আরিফ, কুশল রায়, মো: এরশাদুল আলম, পল্লী বিদুৎ কর্মকর্তা সুকুমার রায় ও জামান রাজিব প্রমুখ।

শেষে গান পরিবেশন করেন শিল্পী বিশ্বানাথ দাস, পূর্ণিমা দাস ও পারমিতা রায় ছোঁয়া। ছড়া পাঠ করেন অরবিন্দ মোদক ও কণা।

যাযাদি/ এস