ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন 

প্রকাশ | ২৭ জুলাই ২০২৩, ১০:৪০

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সমাজকর্মী, গবেষক, লেখক ও রাজনীতিবিদ মোঃ শহীদ উল্লাহ র লেখা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের ভূমিকা শীর্ষক  গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গতকাল বুধবার সন্ধায় গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতা উল্লাহ মন্ডলের সভাপতিত্বে এবং মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য এস এম  শামীম আহম্মদের পরিচালনায় মোঃ শহীদ উল্লাহ র লেখা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  গাজীপুর-২ আসনের সাংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি,বিশেষ অতিথি টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস্ কলেজ প্রভাষক মোঃ মাহবুব উল আলম, বিশিষ্ট ব্যাংক কর্মকর্তা আব্দুল মোতালেব,  মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ইলিয়াস আহম্মেদ, গাজীপুর সিটি করপোরেশন ৩৫ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর জাবেদ আলী জবে, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন বাদল, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক,  ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মোঃ জাহিদ হোসেন, গাছা থানা কৃষকলীগের সভাপতি শাহজালাল তরুণ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, আওয়ামী লীগ নেতা সাইদুল রহমান সহিদ, যুবলীগ নেতা মাহাবুব আলম স্বপন, গাছা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম শফিক, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক  শেখ মোস্তাক আহম্মেদ কাজল,  গাজীপুর সদর থানা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুলেখা আক্তার ঝুমুর, গাছা থানা মহিলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সখিনা আক্তার,   সাইদুল জামান সোহেল প্রমুখ। 

উল্লেখ্য, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক  বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক  মোঃ শহীদ উল্লাহ সক্রিয়  রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি এ পর্যন্ত  মোট ৩ টি বই লিখেছেন বইগুলো হলো: ১/ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ। ২/আমার দেখা রাজনীতি ৫০ বছরের বাংলাদেশ। ৩/কৃষক- শ্রমিক -রাজনীতি আমার কিছু স্মৃতি। 

আলোচনা সভা শেষে বিশিষ্ট সমাজকর্মী, গবেষক, লেখক ও রাজনীতিবিদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শহিদ উল্লাহ র লেখা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের ভুমিকা শীর্ষক গ্রন্থের  মোড়ক উন্মোচন  করা হয়েছে।

যাযাদি/ এস