ঢাবিতে পর্দা নামল খাদিজা তুন নুমানীর ‘সমাজের প্রতিধ্বনি’ শীর্ষক একক চিত্র প্রদর্শনীর

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪২

ঢাবি প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ঢাবিতে পর্দা নামল খাদিজা তুন নুমানীর ‘সমাজের প্রতিধ্বনি’ শীর্ষক একক চিত্র প্রদর্শনীর। গত ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-১-এ উদ্বোধন করা হয় প্রতিভাবান চিত্রশিল্পী খাদিজা তুন নুমানীর ৫দিনব্যাপী প্রথম একক চিত্র ।দর্শকদের সুবিধার জন্য আরো একদিন সময় বাড়ানো হয়।


‘সমাজের প্রতিধ্বনি’ শীর্ষক এই প্রদর্শনীতে স্থান পেয়েছে তার সৃজনশীল শিল্পকর্ম, যা সমাজের বিভিন্ন চিত্রকে নতুনভাবে প্রতিফলিত করে।

প্রদর্শনীটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের এমিরেটস অধ্যাপক ড.আব্দুস সাত্তার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য চিত্রশিল্পী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অংকন ও চিত্রাণন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোহাম্মদ ইকবাল আলী , প্রফেসর সৈয়দ মাহফুজ আলী, ব্যারিস্টার মোহাম্মদ ওমর ফারুক ফারুক।

সভাপতিত্ব করেন চারুকলা অনুষদের ডীন ড.আজহারুল ইসলাম চঞ্চল ।

প্রদর্শনীটি শিল্পী খাদিজা তুন নুমানীর শিল্পচর্চার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তার চল্লিশটি চিত্রকর্মগুলো সামাজিক বাস্তবতার নান্দনিক প্রতিফলন এবং শিল্পকলার প্রতি তার গভীর ভালোবাসার পরিচায়ক।

চিত্রশিল্পী খাদিজা তুন নুমানী গণমাধ্যমকর্মীদের জানান,“রাষ্ট্রীয় অনুদান পেলে এ ধারা অব্যাহত থাকবে।”

যাযাদি/ এস