মার্চ ফর গাঁজা 

প্রকাশ | ১৬ এপ্রিল ২০২৫, ১৫:১৫

ইশতিয়াক আহাম্মেদ
ছবি: সংগৃহীত

আজ উওাল জনসমুদ্রের ঢেউয়ে
বাংলার আকাশে বাতাসে মুখরিত
শ্লোগানে মার্চ ফর গাঁজা।

মুসলিমের পাশে মুসলিমই আছে 
যুগ যুগ পৃথিবীর তরে।

কত প্রাণনাশ কোমল শিশুর,
কত বৃদ্ধা নারী, দয়া মায়া নাহি 
পাষাণ ইহুদির মনে। 

সারি সারি মানুষ হত্যার ভীড়ে 
ঘুমিয়ে আছে জাতিসংঘ। 

কোথায় আছে আমেরিকা বন্ধ নয়ন  জুড়ে। 

আর কত দেখিতে হবে ধ্বংসস্তূপ, লাশের মিছিল,বাতাসে 
লাশের গন্ধ জুড়ে আকুতি।

নিরব কেন হে খোদা, দয়াময় প্রভু
রক্ষা করো জালেমের থেকে সকল 
ধর্মের শ্রেষ্ঠ মুসলমান তারা।

যাযাদি/ এস