নজরুল পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা

প্রকাশ | ০৬ মে ২০২৫, ০৮:১৯

যাযাদি ডেস্ক
ফাইল ছবি

নজরুল-সংগীত, সাহিত্য ও অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ‘নজরুল-পুরস্কার’ প্রবর্তন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। 

এরই ধারাবাহিকতায় ‘নজরুল-পুরস্কার নীতিমালা ২০২৪’ অনুযায়ী ‘নজরুল-পুরস্কার ২০২৩’ ও ‘নজরুল-পুরস্কার ২০২৪’ প্রদানের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়েছে।

নজরুল পুরস্কার ২০২৩-এর জন্য মনোনীতরা হলেন

১. নজরুল গবেষণায় অনন্য সাধারণ অবদানের জন্য প্রফেসর ইরশাদ আহমেদ শাহীনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার নজরুল-গবেষক ও ইংরেজি ভাষা সাহিত্যের অধ্যাপক।

২. নজরুল-সংগীতে অনন্য সাধারণ অবদানের জন্য সংগীত শিল্পী ও সংগীত প্রশিক্ষক রুমী আজনবীকে মনোনীত করা হয়েছে।

নজরুল পুরস্কার ২০২৪-এর জন্য মনোনীতরা হলেন

১. নজরুল-গবেষণায় অনন্য সাধারণ অবদানের জন্য আবদুল হাই শিকদার মনোনীত হয়েছেন। তিনি নজরুল-গবেষক ও দৈনিক যুগান্তর সম্পাদক।

২. নজরুলের কবিতা আবৃত্তিতে অনন্য সাধারণ অবদানের জন্য নাসিম আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি আবৃত্তিকার, আবৃত্তি প্রশিক্ষক ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট।

উল্লেখ্য, প্রতি বছর প্রতিটি বিষয়ে পুরস্কারের জন্য পুরস্কার প্রাপ্তদের পদক, দুই লাখ টাকা ও সম্মাননা স্মারক দেয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। এ বছর পুরস্কার প্রাপ্তদের রৌপ্য পদক দেওয়া হচ্ছে।

আগামী ২৫ মে জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হবে।