বিশ্ব সাহিত্যের সম্মানজনক ‘বুকার পুরস্কার’ পেলেন ভারতীয় লেখিকা বানু মুশতাক

প্রকাশ | ২১ মে ২০২৫, ০৯:৩৯

যাযাদি ডেস্ক
বিশ্ব সাহিত্যের অন্যতম সম্মানজনক ‘বুকার পুরস্কার’ পেলেন ভারতীয় লেখিকা বানু মুশতাক

বিশ্ব সাহিত্যের অন্যতম সম্মানজনক ‘বুকার পুরস্কার’ পেলেন ভারতীয় লেখিকা বানু মুশতাক। 

মঙ্গলবার (১৯ মে) ঘোষণা করা হয় ৭৭ বছর বয়সী এই বিজয়ীর নাম।

বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন খেতাব হিসেবে বিবেচিত ‘ম্যান বুকার’। কান্নাড়া ভাষায় রচিত গল্পসমগ্র ‘হার্ট ল্যাম্প’ বইটির জন্য বিশেষ এই সম্মাননায় ভূষিত হন তিনি। 

বইটি ইংরেজি ভাষায় অনূদিত করেছেন দিপা ভাস্তি।

দক্ষিণ ভারতে বসবাসরত মুসলিম নারীদের প্রাত্যহিক জীবনের ওপর নির্মিত ১২টি ছোট গল্প সংকলিত হয়েছে বইটিতে। 

যেখানে উঠে এসেছে নারীদের পারিবারিক জীবনের নানা চিত্র ও সংগ্রাম।

পেশাগত জীবনে বানু মুশতাক একাধারে সাংবাদিক, মানবাধিকারকর্মী ও আইনজীবী। সেইসাথে কাজ করেন নারী অধিকার নিয়েও।