বৈদ্যুতিক ও অগ্নি দূর্ঘটনা এড়াতে রাজধানীতে ডিপিডিসি'র সতর্কতামূলক লিফলেট বিতরণ
প্রকাশ | ১৪ মার্চ ২০২৩, ১৮:২৭

বৈদ্যুতিক ও অগ্নি দূর্ঘটনা এড়ানোর লক্ষ্যে ডিপিডিসি তেজগাঁও দপ্তর এর উদ্যোগে রাজধানীর সাততলা বস্তি এলাকায় সতর্কতামূলক লিফলেট বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৪ মার্চ) এ সতর্কতামূলক লিফলেট বিতরণ করে ডিপিডিসি এর তেজগাঁও দপ্তর। এসময় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণের পাশাপাশি ওই এলাকায় বসবাসকারীদের বৈদ্যুতিক ও অগ্নি দূর্ঘটনা ঘটলে তাৎক্ষনিক কি কি পদক্ষেপ নিতে হবে সে বিষয়েও তাদের দিক নির্দেশনা দেওয়া হয়।
যাযাদি/এস এস