রাজধানীর দক্ষিণখানে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু

প্রকাশ | ১৭ মে ২০২৩, ২০:১৭

যাযাদি ডেস্ক

রাজধানী ঢাকার দক্ষিণখানে কোটবাড়ি এলাকায় চট্টগ্রামগামী একটি ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে থাকা একটি হাতি মারা গেছে। বুধবার (১৭ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানী বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর ।

আলী আকবর জানান, দুপুর পৌনে ২টার দিকে দক্ষিণ খান কোটবাড়ি এলাকা দিয়ে এক ব্যক্তি হাতির ওপরে উঠে রেললাইন অতিক্রম করার সময় চট্টগ্রামগামী একটি ট্রেনের ধাক্কায় হাতিটি ঘটনাস্থলেই মারা যায়।  

তিনি বলেন, প্রায় সময় ঢাকা শহরে হাতি দেখা যায়। তার ওপরে মানুষ চড়ে দোকান থেকে টাকা উত্তোলন করে থাকে।

এসআই বলেন, মাহুত দিয়ে পরিচালিত এমন একটি হাতি রেললাইনে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেন ধাক্কায় ঘটনাস্থলে মারা যায়। হাতির মরদেহ এখনো ঘটনাস্থলে রয়েছে। তার মালিককে খোঁজা হচ্ছে।

যাযাদি/এসএস