হরতালে রাজধানীতে যান চলাচল কম, ছাড়েনি দূরপাল্লার বাস
প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৩, ১৩:০৬
ইসির জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। কিছু বাস চলতে দেখা গেলেও তাতে যাত্রীর উপস্থিতি তুলনামূলক কম।
এছাড়া সকাল থেকে ঢাকা ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। ফাঁকা রয়েছে গাবতলী বাস টার্মিনাল। নেই লোকজনের চলাচল। ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো বাস, অধিকাংশ কাউন্টারও বন্ধ। যাত্রী যদিও দু-একজন আসছেন, কিন্তু বাস না ছাড়ায় তারাও পড়েছেন বিপাকে। কাউন্টারের দায়িত্বে থাকা এক প্রতিনিধি জানান, হরতালে এলে যেমন যাত্রীর সংখ্যা কমে যায়, তেমনি ঝুঁকি বিবেচনায় মালিকরা গাড়ি ছাড়তে চায় না।
পরিবহন কর্মকর্তারা জানান, সকাল থেকে এখনও দূরপাল্লার কোনো বাস ঢাকা ছেড়ে যায়নি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শেষে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে হরতালের ঘোষণা দেন। এ সময় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীর মুক্তির জন্য হরতাল পালনের ঘোষণা দেন তিনি।
যাযাদি/ এসএম