ঢাকার বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর

প্রকাশ | ২২ নভেম্বর ২০২৩, ১০:৪৮

যাযাদি ডেস্ক

ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। বুধবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার  রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৮৮। এতে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার স্থান হয় পঞ্চম।

তালিকার শীর্ষ চারে রয়েছে ভারতের দুই শহর দিল্লি ও কোলকাতা এবং পাকিস্তানের দুই শহর করাচী ও লাহোর। তালিকার শীর্ষে থাকা দিল্লির বাতাসের স্কোর ২৫৪। দুই ও তিন নম্বরে থাকা পাকিস্তানের দুই শহর করাচী ও লাহোড়ের বাতাসের স্কোর ২৩০ ও ২২২। চারে থাকা ভারতের শহর কোলকাতার স্কোর ২১৬। সবগুলো শহরের বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর। 

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

যাযাদি/ এসএম