তীব্র তাপপ্রবাহ
জনবহুল পয়েন্টে খাবার পানি সরবরাহ করবে ঢাকা ওয়াসা
প্রকাশ | ২২ এপ্রিল ২০২৪, ১১:৪৯
তীব্র তাপদাহে সাধারণ মানুষের সুবিধার্থে রাজধানীর বিভিন্ন জনবহুল পয়েন্টে সুপেয় পানি সরবরাহের কথা জানিয়েছে ঢাক ওয়াসা।
রোববার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়াসার উপ প্রধান জনতথ্য কর্মকর্তা এ. এম. মোস্তফা তারেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সারা বাংলাদেশের উপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্যঝুঁকির বা শরীরে পানি শূন্যতার আশংকা দেখা দিয়েছে।
সার্বিক অবস্থা বিবেচনা করে ঢাকা মহানগরীর জনবহুল পয়েন্টগুলিতে খাবার পানি সরবরাহের ব্যবস্থা নিয়েছে ঢাকা ওয়াসা।
এতে আরও বলা হয়, প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন মোড়ে বিনামূল্যে পানি বিতরণ করবে প্রতিষ্ঠানটি।
যাযাদি/ এসএম