স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমীর সুবর্ণজয়ন্তী
প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৬

দক্ষিণবঙ্গের পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ইন্দুরহাট বন্দরসংলগ্ন স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমীর সুবর্ণজয়ন্তী অর্থাৎ ৫০ বছর পূর্তি পালন উপলক্ষে ঢাকায় অবস্থানরত ঐ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা গতকাল রাতে এক আলোচনা সভায় মিলিত হন।
ঢাকার পাট গবেষণা কেন্দ্রের অফিসার্স ক্লাবে এ সভার আয়োজন করা হয়। ঐ সভায় ১৯৭৫ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হওয়া এ স্কুলের প্রায় অর্ধশত প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিগত সভা থেকে বর্তমানে কার্যক্রম কতটুকু আপডেট হয়েছে এবং সুবর্ণজয়ন্তী সফলভাবে উদ্যাপন করা যায় সে বিষয়ে বিস্তারীত আলোচনা করা হয়। আগামী এপ্রিল মাসে ঈদের ছুটিতে এ অনুষ্ঠান আয়োজন করা হবে বলে সভায় জানানো হয়। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের নিবন্ধন বিষয় নিয়েও আলোচনা হয়। নিবন্ধনের সর্বশেষ তারিখ ২৮ ফ্রেব্রয়ারি ২০২৫ পর্যন্ত।
তৎকালীন সময়ে প্রতিষ্ঠিত একটি আধুনিক স্কুলের সম্মান অক্ষুন্ন রেখে সুবর্ণজয়ন্তী উদযাপন করা যায় সে বিষয়ে দৃষ্টি রেখে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সভায় সভাপতিত্ব করেন দীপক লাল কর্মকার। আলোচনাসভায় আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন মো. সামীম আহসান, মো. শহীদুল ইসলাম, জ্যোতিষ সমাদ্দার বাবু, মো. মঞ্জুরুল ইসলাম খায়রুল, খান মো. জহরুল হক শামীম, রনজিত কর্মকার, মিজানুর রহমান, আমিনুর রহমান বাবর, জাহিদুল ইসলাম জিতু, ডালিয়া পারভীন, মো. সাইফুদ্দীন, মো. আরিফুল হক, এস. এ নাঈম, অঙ্কন, রাকিবুল, বাকির হাসান, তিতাস, মহসিন, রিমেল, নোমান প্রমুখ।
আজ ২২ ফেব্রুয়ারি স্থানীয় পর্যায়ে স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমীর সভাকক্ষে আরেকটি সভা সাড়ে ১১টা থেকে চলমান আছে। সেখানে সভাপতিত্ব করেন মন্টুলাল কর্মকার প্রধান শিক্ষক (প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও সাবেক প্রধান শিক্ষক)।
উপস্থিত ছিলেন, বর্তমান প্রধান শিক্ষক মো. মোরশেদুল হক, দীপক কুমার কর্মকার, আহসানুল হক কিমু, মাহফিজুর রহমান ফাগুন, মো. সামীম আহসান, সামশুল হক, ফজলুল হক, আব্দুর রশিদ, খাঁন জাহাঙ্গীর হোসেন, এমাদুল হক তনু, সহিদুল ইসলাম, শামীম আহসান, শরীফ আহমেদ, তরিকুল ইসলাম প্রমুখ।
যাযাদি/ এসএম