কক্সবাজার থেকে ফিরেই শাহজালালে ধরা খেলেন এক যাত্রী
পেটের ভেতরে ইয়াবা
প্রকাশ | ১৬ মে ২০২৫, ১৩:২৯

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেটে ইয়াবা বহনকারী এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। হোছন আহমদ (৬০) নামের ওই যাত্রী কক্সবাজার থেকে ঢাকায় আসেন।
শুক্রবার ওই ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করার কথা এপিবিএনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাকিব হাসান ভূঁইয়া বলেন, হোছন কক্সবাজার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় ফিরেন। গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন সদস্যরা বলাকা ভবনের উত্তর পাশ থেকে তাকে আটক করে।
পরে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে সেগুলো বের করা হয়, যেখানে মোট ২ হাজার ৮২০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার অনীতা রানী সূত্রধর বলেন, ‘আগের তুলনায় ইদানীং বিমানবন্দর ব্যবহার করে মাদক পরিবহনের তৎপরতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। আমরা বিমানবন্দর ঘিরে সকল অপরাধ কার্যক্রম রোধে সচেষ্ট আছি।’