সেনাবাহিনীর অভিযানে ‘হিটলু বাবু গ্যাংয়ের’ প্রধানসহ গ্রেপ্তার ১০

প্রকাশ | ২০ মে ২০২৫, ১১:২০

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

রাজধানীর ভাসানটেকে অভিযান চালিয়ে ‘হিটলু বাবু গ্যাংয়ের’ প্রধানসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সেই সঙ্গে চারটি আগ্নেয়াস্ত্র ও ২৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ মে) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিকাটা এলাকায় এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি বিশেষ দল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘হিটলু বাবু গ্যাংয়ের’ প্রধানসহ মোট ১০ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও ২৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযান চলাকালে গ্যাং সদস্যরা সেনা টহল দলের ওপর হামলার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন ক্যাম্প কমান্ডার। এই অভিযানে ১১ সিগন্যাল ও আর্মি স্ট্যাটিক সিগন্যাল ব্যাটালিয়নের টহল দলও সক্রিয়ভাবে সহায়তা করে।

সেনাবাহিনী জানিয়েছে, ‘হিটলু বাবু গ্যাং’ দীর্ঘদিন ধরে ভাসানটেক ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। দীর্ঘ নজরদারির পর সেনাবাহিনীর এই অভিযান গ্যাংটির একটি বড় অংশকে আইনের আওতায় আনতে সক্ষম হয়। এই অভিযানের ফলে ভাসানটেক ও মানিকদী এলাকায় নিরাপত্তা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটেছে। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।