রাজধানীর মিরপুরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশ | ১০ জুন ২০২৫, ১৯:১৭

যাযাদি রিপোর্ট
প্রতীকী ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর ১১ নম্বরের মিল্লাত ক্যাম্প এলাকা থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম রকিবুল হাসান ওরফে পেপার সামি (২৫)। 

আজ মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান।

তিনি বলেন, ‘মাদক বেচাকেনা নিয়ে বিরোধের জের ধরে রকিবুলকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। মাদকের মামলায় জেল খেটে সম্প্রতি তিনি জামিনে বের হয়েছিলেন।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘রকিবুল পরিবারের সঙ্গে মিরপুর ১২ নম্বর সেকশনের একটি বিহারি ক্যাম্পে থাকতেন। সম্প্রতি তিনি ঢাকা ছেড়ে একা সাভারে থাকছিলেন। গতকাল রাতে প্রতিপক্ষের লোকেরা গাড়ি পাঠিয়ে কৌশলে তাঁকে সাভার থেকে ঢাকায় আনেন। পরে সুযোগ বুঝে তাকে গলা কেটে লাশ মিরপুর ১১ নম্বরের মিল্লাত ক্যাম্পের পাশে ফেলে রাখে। খবর পেয়ে আজ সকাল সাড়ে সাতটার দিকে পল্লবী থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।’

পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘হত্যাকারীদের শনাক্ত করেছে পুলিশ। এখন তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহত রকিবুল মাদক কারবারি ছিলেন। তার বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক মামলা রয়েছে। মাদকের মামলায় গ্রেপ্তার হয়ে তিনি জেল খেটে সম্প্রতি জামিনে বের হন। আর হত্যাকারীরাও মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসের অভিযোগে পল্লবী থানায় একাধিক মামলা রয়েছে।’