রিকশায় মরে পড়ে ছিল চালকের মরদেহ, ৯ ঘণ্টা পর মিললো পরিচয়

প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১৬:৪২

যাযাদি রিপোর্ট
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি চত্বর এলাকায় নিজের রিকশায় বিশ্রামের সময় মারা যাওয়া রিকশাচালকের পরিচয় শনাক্ত হয়েছে। মৃত্যুর প্রায় ৯ ঘণ্টা পর ওই রিকশাচালকের পরিচয় শনাক্ত করে পুলিশ। নিহত রিকশাচালকের নাম মো. দুলাল সরকার। আনুমানিক ৬৫ বছর বয়সী এ রিকশাচালক গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন।

বুধবার (২ জুলাই) ভোরে দুলাল সরকারের পরিচয় শনাক্ত হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার গ্রামের বাড়ি পাঠায় পুলিশ।

এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় দুলাল সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির বলেন, গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের যাত্রী ছাউনির পাশে রিকশায় বিশ্রাম নিচ্ছিলেন চালক দুলাল সরকার। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও তার সাড়াশব্দ না পেয়ে পথচারী ও শিক্ষার্থীরা বিষয়টি পুলিশকে জানান। পরে আমরা গিয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেসময় চিকিৎসক জানান, অনেক আগেই তিনি মারা গেছেন। পরে মরদেহ মর্গে রাখা হয়।

তিনি আরও বলেন, দীর্ঘ চেষ্টার পর ভোররাতে ওই রিকশাচালকের পরিচয় শনাক্ত হয়। তার পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ হয় আমাদের। তাদের আর্থিক অবস্থা খুবই অসচ্ছল। এ কারণে আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুরের চেষ্টায় অ্যাম্বুলেন্স ভাড়া করে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়।

নিহত দুলাল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চান্দের বাজার গ্রামের মৃত আবুল হোসেনের সন্তান। তিনি ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন ও ভাসমান অবস্থায় থাকতেন।