চুলার আগুনে দগ্ধ ৪ জন, ২ জনের অবস্থা আশঙ্কাজনক

প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ০৮:৩৫

যাযাদি রিপোর্ট
প্রতীকি ছবি

রাজধানীর ভাটারার পূর্ব নূরেরচালা এলাকায় একটি টিনশেড বাসায় আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা রান্নার চুলা থেকে আগুন লাগে বলে স্বজনেরা জানান। 

দগ্ধ ব্যক্তিরা হলেন হালিম শেখ (৫০), তাঁর স্ত্রী শিউলি বেগম (৪৫), এই দম্পতির ছেলে হানিফ শেখ (২৪) এবং শিউলির বোন রহিমা বেগম (৫০)। তাঁদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।


জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, হালিম শেখের শরীরের ৩৩ শতাংশ এবং তাঁর ছেলে হানিফ শেখের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। এ দুজনের অবস্থা আশঙ্কাজনক। শিউলি বেগমের শরীরের ১ শতাংশ এবং রহিমা বেগমের শরীরের ২ শতাংশ দগ্ধ হয়েছে।

হালিম শেখের ভাগনে সাগর আহমেদ বলেন, সন্ধ্যা সাতটার দিকে হানিফ শেখ রান্নাঘরে ডিম ভাজতে গিয়েছিলেন। হঠাৎ চুলা থেকে তাঁর লুঙ্গিতে আগুন লেগে যায়। এ সময় চিৎকার শুনে অন্যরা রান্নাঘরে গেলে তাঁরাও দগ্ধ হন। হালিম শেখ পেশায় গাড়িচালক। তাঁর ছেলে হানিফ শেখ কেব্‌ল অপারেটর (ডিশ লাইন) প্রতিষ্ঠানে কাজ করতেন।