ঢাকায় গণধোলাইয়ে আহত ছিনতাইকারীর মৃত্যু
প্রকাশ | ০৪ জুলাই ২০২৫, ০৯:০০

রাজধানীর মুগদায় ছিনতাইকালে গণধোলাইয়ে আহত এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম আল আমিন। বৃহস্পতিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) মারা যায় সে।
এর আগে বুধবার রাত পৌনে ১০টার দিকে মুগদা হাসপাতালের বিপরীত পাশে শান্ত ফিলিং স্টেশনের সামনের রাস্তায় গনধোলাইয়ের শিকার হয় তিনি।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার জানান, বুধবার রাতে শান্ত ফিলিং স্টেশনের সামনে ছিনতাইয়ের চেষ্টা করে ওই তরুণ। এসময় লোকজন দেখতে পেয়ে তাকে গণধোলাই দেয়। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীর বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।