শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২৩, ১৯:৩৬

যাযাদি রিপোর্ট

শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সানাউল্লাহ র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে । পলাতক জীবনে ছদ্মবেশে ঢাকার গাজিপুরে বিভিন্ন পেশায় জড়িত ছিল।

মঙ্গলবার ১৭ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর থেকে র‍্যাব-২ এর গোয়েন্দারা  তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বিশয়টি নিশ্চিত করে র‍্যাব-২ এর মিডিয়া বিভাগের সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল হক জানান, সানাউল্লাহর পিতার নাম মৃত আব্দুল ওহাব। বাড়ি নেত্রকোণা জেলার আটপাড়া থানা এলাকায়। সানাউল্লাহ ঢাকার দারুস সালাম থানায় দায়েরকৃত সাত বছরের শিশুকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী।

র‍্যাব কর্মকর্তা আরো জানান, ২০১৯ সালের ৩১ মার্চ ওই শিশুকে বাড়ি থেকে চকোলেট দেয়ার প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে সানাউল্লাহ। শিশুটি বাসায় ফিরে ঘটনাটি পরিবারকে জানায়। এ ব্যাপারে দারুস সালাম থানায় ধর্ষণ মামলা দায়ের করে শিশুটির পরিবার।

র‍্যাব কর্মকর্তা জানান, ঘটনার পর দিনই পুলিশ সানাউল্লাহকে গ্রেপ্তারও করে। ২০২১ সালের মার্চে প্রায় দুই বছর কারাবন্দি থাকার পর জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যায় সানাউল্লাহ। মামলাটির বিচারিক কার্যক্রম শেষে গত বছরের ১১ নভেম্বর বিচারক রায় দেন। রায়ে সানাউল্লাহকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডসহ এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। একই সঙ্গে সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন।


যাযাদি/এসএস