বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্যান্ডেলের ভেতরে ২১ লাখ টাকার হেরোইন

যাযাদি ডেস্ক
  ২২ জানুয়ারি ২০২৩, ১২:৫৬
ছবি: সংগৃহীত

নাটোর শহরের চক বৈদ্যনাথ এলাকায় মোটরসাইকেল আরোহীর স্যান্ডেলের ভেতর থেকে ২১ লাখ টাকা মূল্যের হেরোইন জব্দ করা হয়েছে। এ সময় নারীসহ দু’জনকে গ্রেফতারের দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার ভোরে নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকায় এক গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেলের গতিরোধ করে তাদের গ্রেফতার করে র‍্যাব-৫।

গ্রেফতার মাসুদ রানা (৩৪) রাজশাহীর গোদাগাড়ি থানার মকিশালবাড়ি গ্রামের চান্দু রহমানের ছেলে এবং অন্যজন হলেন ফাতেমা বেগম (৪৫), বাড়ি নাটোর শহরের পশ্চিম বড়গাছা এলাকায়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকায় একটি মোটরসাইকেলের গতিরোধ করে নাটোর র‌্যাব ক্যাম্পের সদস্যরা। এ সময় মোটরসাইকেল চালক মাসুদ রানা ও নারী আরোহী ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রানার স্বীকারোক্তি অনুযায়ী তার স্যান্ডেল কেটে জব্দ করা হয় ২১০ গ্রাম হেরোইন।

র‍্যাব আরো জানায়, তাদের আটক করে পরে মাদক আইনে মামলা দিয়ে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদকপাচারকারী বলে জানায় র‌্যাব।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে