লোহাগাড়ায় প্রবাসী হত্যার ঘটনায় আরেক ভাড়াটে খুনি গ্রেফতার

প্রকাশ | ১৯ মার্চ ২০২৩, ১৫:২২

লোহাগাড়া( চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের পহরচান্দায় প্রবাসী মনছুর আলী হত্যার ঘটনায় আইয়ুব আলী (৩৬) নামে আরেক ভাড়াটে খুনিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে পার্বত্য জেলা বান্দরবানের লামা থানার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আইয়ুব আলী উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পহরচান্দা পশ্চিম পাড়ার মাহামুদুর রহমান ওরফে কালাধনের পুত্র।
জানা যায়, প্রবাসীর মরদেহ উদ্ধারের দিন শাশুড়ি ছায়েরা খাতুন, শালিকা রুম্মান আক্তার ও স্ত্রী রিনা আক্তারকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য মতে ১৫ মার্চ গভীর রাতে নিজ বাড়ি থেকে ভাড়াটিয়া খুনি ছাবের আহমদকে গ্রেফতার করে পুলিশ।
তার দেয়া তথ্য মতে হত্যাকান্ডে ব্যবহৃত ১টি  দা এলাকার১ টি খাল থেকে উদ্ধার করা হয়।

এছাড়া তদন্তে নিহত প্রবাসীর স্ত্রী রিনা আক্তার স্বামী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সত্যতা না পাওয়ায় তাকে থানা থেকে ছেড়ে দেয়া হয়েছিল।
আদালতে দেয়া স্বীকারোক্তি মতে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শশুর বাড়ির লোকজনের সাথে বিরোধের জের ধরে মেয়ের স্বামী মনছুর আলীকে হত্যা করতে ১ লাখ টাকার বিনিময়ে ৪ ভাড়াটিয়া খুনি ভাড়া করেন শাশুড়ি ছায়েরা খাতুন।

মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রবাসী হত্যার ঘটনায় জড়িত আরেক  ভাড়াটে  খুনিকে গ্রেফতার  করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদেরও গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনা হবে। উক্ত ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত১৪ মার্চ মঙ্গলবার  পুটিবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পহরচান্দা ছোট ধলিবিলা হাসনা ভিটার পাহাড়ি টিলার ঝিরি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রবাসী মনছুর আলী একই ওয়ার্ডের পহরচান্দা সেকান্দার পাড়া এলাকার ফরিদ আহমদের পুত্র ও ২ সন্তানের জনক। গত ২৮ ফেব্রুয়ারি তিনি দুবাই থেকে দেশে আসেন।

গত ১ মার্চ গোপনে শশুর বাড়ি যান প্রবাসী মনছুর আলী। রাতে ওৎপেতে থাকা ভাড়াটে খুনিরা শশুর বাড়ির ভেতর দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হবার পর শ্বশুর বাড়ির থেকে আনুমানিক ৩শ গজ দূরে এক ঝিরিতে ওই প্রবাসীকে মাটিচাপা দেয় খুনিরা। দেশে ফেরার পরদিন থেকে তিনি নিখোঁজ ছিলেন।

যাযাদি/ এস