চন্দনাইশে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

প্রকাশ | ২৪ নভেম্বর ২০২০, ১৮:৪৪

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

 

চট্টগ্রামের চন্দনাইশ পৌর সদর এলাকায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসআইবিএল)এর উপশাখা শুভ উদ্বোধন করা হয়। শরীয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে গ্রাহকদের উন্নততর সেবা দিতে  ২৪ নভেম্বর মঙ্গলবার সকালে  ভার্চুয়াল  প্লাটফর্মের মাধ্যমে নতুন এই উপশাখার শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী।

 

পরে ব্যাংকের নতুন শাখার উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

 

এ সময় অন্যান্যের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জেলার ইভিপি মো.কামাল উদ্দিন, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব‍্যাংকের চন্দনাইশ শাখার ম‍্যানেজার মোহাম্মদ সেলিমউদ্দিন, উদ্ভোধনি শাখার ম‍্যানেজার মোহাম্মদ ফোরকান উদ্দিন ফারুকী, চন্দনাইশ হাশিমপুর ইউনিয়ন চেয়ারম্যান  আলমগীরুল ইসলাম চৌধুরী, ফ্রেন্ডস ফুডের এম ডি জাহাঙ্গীর আলম, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আব্দুল মন্নান,  চন্দনাইশ পল্লী বিদ‍্যুত এর ডিজিএম আবু সুফিয়ান, উপজেলার পোষ্টমাষ্টার গোলাফুর রহমান, চন্দনাইশ কৃষি ব্যাংকের ম্যানেজার ফারুক চৌধুরী,এস আই নিমাই চন্দ্র দে, পৌর যুবলীগ আহ্বায়ক সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফোরাম চন্দনাইশ শাখার সভাপতি আবু তোরাব চৌধুরী, সাধারণ সম্পাদক মো.কমরুদ্দিন,সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, ছাত্রলীগ নেতা সাংবাদিক জাহিদুর রহমান চৌধুরী,  চন্দনাইশ থানা সদর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.আবদুল আজিজ প্রমুখ।