বিশ্ব বাজারে অবস্থান ধরে রাখতে পণ্যের বহুমুখীকরণের বিকল্প নেই: টিপু মুন্সি

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২১, ২০:০০

যাযাদি ডেস্ক

 

পরিবর্তিত বৈশ্বিক অর্থনীতিকে বিবেচনায় নিয়ে বিশ্ববাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে রফতানি পণ্যের বহুমুখীকরণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।

 

তিনি বলেছেন, প্রতিনিয়ত বিশ্ববাজার সম্প্রসারণ হচ্ছে, এসব বাজার ধরে রাখতে প্রাতিষ্ঠানিক গবেষণা কার্যক্রমও বাড়াতে হবে।

 

সোমবার (১১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (ডিসিসিআই) নবনির্বাচিত সভাপতি সাক্ষাত করতে এলে টিপু মুন্সি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, দেশের এসএমই খাত অর্থনীতির অন্যতম চালিকাশক্তি, যারা জিডিপিতে প্রায় ২৬ ভাগ অবদান রাখে। এ খাতের বিকাশে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে ডিসিসিআই’র সভাপতির প্রতি আহ্বান জানান।

 

এসময় বাাণিজ্যমন্ত্রী দেশের রফতানিমুখী পণ্যের বাজার সম্প্রসারণে সম্ভাবনাময় সকল খাতকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন।

 

যাযাদি/ এমডি