১০০০ কোটি ডলার বিনিয়োগ আকর্ষণ ইন্দোনেশিয়ার

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২১, ১৬:৩৩

যাযাদি ডেস্ক

 

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম জিডিপির রাষ্ট্রায়ত্ত তহবিলে বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে কানাডার একটি পেনশন ফান্ড, যারা ২০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। এছাড়া ১৫০ কোটি ডলার বিনিয়োগ করেছে ডাচ পেনশন ফান্ড এপিজি।

 

এবারই প্রথম কোনো রাষ্ট্রায়ত্ত তহবিলে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ আকর্ষণ করেছে ইন্দোনেশিয়া। গত মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন দেশটির অর্থমন্ত্রী এয়ারলাঙ্গা হার্তারতো। চলতি বছরের শেষের দিকে বিনিয়োগ কার্যক্রম শুরু করতে যাচ্ছে তহবিলটি। খবর এএফপি।

 

একটি অনলাইন বিজনেস ফোরামে উপস্থাপিত প্রেজেন্টেশনে অর্থমন্ত্রী হার্তারতো আরো জানান, গত বছরের মাঝামাঝি থেকে ৫০টিরও বেশি বৈশ্বিক বিনিয়োগকারী পেয়েছে তহবিলটি। ২ হাজার কোটি ডলারের তহবিল সংগ্রহে কাজ করে যাচ্ছেন তারা।

 

যাযাদি/ ডেস্ক