বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১৭ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে মার্কেন্টাইল ব্যাংক

যাযাদি ডেস্ক
  ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২১

বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের সব সেবা আগামী ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিন বন্ধ থাকবে। এই সময়ে ব্যাংকটির ডেটা সেন্টার মতিঝিল থেকে ধানমন্ডিতে স্থানান্তর করবে। এ জন্য ব্যাংকটির শাখা, এটিএম বুথ ও অনলাইনভিত্তিক সব সেবা এই সময়ে বন্ধ রাখবে।

বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের অবহিত করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মার্কেন্টাইল ব্যাংকের ডেটা সেন্টার স্থানান্তরের জন্য ১৭ ফেব্রুয়ারি বুধবার থেকে ২১ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত ৫ দিন ব্যাংকিং লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার আবেদনে সম্মতি দেওয়া হয়েছে। এই সময় গ্রাহকেরা চেক দিয়ে টাকা উত্তোলন ও টাকা জমা করতে পারবেন না। একইসঙ্গে বন্ধ থাকবে এটিএম বুথ ও কার্ড সেবাও। এ ছাড়া অনলাইন ব্যাংকিং ও এজেন্টদের মাধ্যমেও সেবা বন্ধ থাকবে। পাশাপাশি সব ধরনের বিল গ্রহণ সেবাও বন্ধ থাকবে।

তৃতীয় প্রজন্মের মার্কেন্টাইল ব্যাংকের সারাদেশে ১৪৮টি শাখা রয়েছ। গ্রাহক প্রায় ১৬ লাখের মতো। শাখার পাশাপাশি এটিএম বুথ, সিডিএম (টাকা জমা যন্ত্র) ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে সেবা দিচ্ছে ব্যাংকটি।

বর্তমানে ব্যাংকটির প্রধান কার্যালয় মতিঝিলে। ধানমন্ডিতে ডেটা সেন্টার স্থানান্তর হলেও ব্যাংকটির প্রধান কার্যালয় থাকবে মতিঝিলেই।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে