কাগজের চালানে মিললো ৪৬ লাখ শলাকা সিগারেট

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৪

যাযাদি ডেস্ক

 

সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা একটি চালানের কনটেইনারের মুখে কাগজের প্যাকেট থাকলেও ভেতরের দিকে ছিল সব সিগারেটের কার্টন।

 

বিদেশ থেকে সিগারেট শর্তসাপেক্ষে আমদানি করা যায়। প্যাকেটের গায়ে বাংলায় ‘ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ লেখা থাকতে হয়। আবার শুল্কহারও বেশি। শুল্ক ফাঁকি দিতেই আমদানিকারক এই অপচেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।

 

কাস্টমসের তথ্য মতে, চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজারের করিম ট্রেডিং এই পণ্যের আমদানিকারক। আমদানিকারকের পক্ষে পণ্যচালানটি খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট সুরমা এন্টারপ্রাইজ। কনটেইনার খুলে ২৩ হাজার কার্টন পাওয়া গেছে, যেগুলোতে ৪৬ লাখ শলাকা সিগারেট রয়েছে।

 

এছাড়া কাস্টমস কর্মকর্তাদের বিভ্রান্ত করতে ১৪ টন ‘এ ফোর’ আকারের কাগজও ছিল কনটেইনারটিতে, যেগুলো কনটেইনারের দরজার মুখে রাখা হয়েছিল। 

 

কাস্টমসের সহকারী কমিশনার মো. রেজাউল করিম বলেন, আমদানিকারক প্রতিষ্ঠানটি প্রায় ১১ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয়ার অপচেষ্টা করেছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

যাযাদি/ এমডি