ঘুষ কেলেঙ্কারি তদ‌ন্তে কেন্দ্রীয় ব্যাংকের উচ্চ পর্যা‌য়ের ক‌মি‌টি

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৭

যাযাদি ডেস্ক

ঘুষের বিনিময়ে হাজার হাজার কোটি টাকার লোপাটের তথ্য চাপা দেওয়ার অভিযোগ উঠে‌ছে কেন্দ্রীয় ব্যাংকের সা‌বেক বর্তমান কর্মকর্তা‌দের বিরু‌দ্ধে। বিষয়‌টি তদ‌ন্তে উচ্চ পর্যা‌য়ে ক‌মি‌টি গঠন ক‌রে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

‌তি‌নি জানান, কেন্দ্রীয় ব্যাং‌কের সা‌বেক বর্তমান কর্মকর্তার বিরু‌দ্ধে ঘুষ নেওয়ার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। বিষ‌য়টি তদ‌ন্ত কর‌তে ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খানের নেতৃ‌ত্বে পাঁচ সদস্য বি‌শিষ্ট তদন্ত কমি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। ক‌মি‌টি রি‌পোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হ‌বে।

 

বাংলাদেশ ব্যাংকের বড় কর্মকর্তাদের ঘুষ কেলেঙ্কারির বিষয়ে সচিবালয়ে জাতীয় ক্রয় কমিটির বৈঠক শেষে এক প্রশ্নে জবাবে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা নেবে। আমরা এ বিষয়টি দেখব।

 

এর আ‌গে ঘুষ কে‌লেঙ্কা‌রির অভিযোগ ওঠায় গত ৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে নির্বাহী পরিচালক শাহ আলমকে সরিয়ে দি‌য়ে‌ছিল কেন্দ্রীয় ব্যাংক।

 

যাযাদি/এস