বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট আবু বকর ছিদ্দিক

যাযাদি ডেস্ক
  ০১ মার্চ ২০২১, ১৯:৪৩

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি) এর ২০২১ সালের জন্য নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আবু বকর ছিদ্দিক। ‌সোমবার (০১ মার্চ) আইসিএমএবি এর পক্ষ থে‌কে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

নতুন ক‌মি‌টি‌তে মো. মামুনুর রশিদ ও মো. মনিরুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট, কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন সচিব এবং কেএম কামরুজ্জামান কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

আবু বকর ছিদ্দিক নতুন দায়িত্ব গ্রহণের আগে গত বছর আইসিএমএবি’র ভাইস প্রেসিডেন্ট ও আগের মেয়াদে কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বিডি) লিমিটেড এবং রিদিশা গ্রুপ-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও হিসেবে কর্মরত আছেন। তিনি রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোং (বিডি) লিমিটেড এর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং অডিট কমিটির চেয়ারম্যান। দীর্ঘদিন আইসিএমএবি’র প্রধান নির্বাহী হিসেবে পরিচালক পদে দায়িত্ব পালন করেন।

আবু বকর ফেনী জেলার সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে