দর্শনা বন্দর দিয়ে আজ বুধবার ১৫শ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২১, ২০:৫৩

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

 

পবিত্র রমজানকে সামনে রেখে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়ে আজ বুধবার আরো ১৫’শ ১০ মেট্রিন টন পেঁয়াজ আমদানি হয়েছে। বিকেলে পশ্চিমবঙ্গের গেঁদে বন্দর দিয়ে ৪২ টি রেলওয়াগনে বিপুল পরিমাণ এ পেঁয়াজ  দেশে আসে।

আমদানিকারকের প্রতিনিধি দর্শনা বন্দরের সিএ্যান্ডএফ এজেন্ট মোঃ রায়হান মিয়া জানান, চাঁপাই নবাবগঞ্জের  মেসার্স টাটা ট্রেডার্স এ পেঁয়াজ আমদানি করেছে। প্রতিটন পেঁয়াজের ইন ভয়েস মূল্য ছিল ২২০ মার্কিন ডলার। তবে কাস্টমস শুল্কায়ন হয়েছে ৩০৫ ডলারে। দর্শনা বন্দর থেকে এ পেঁয়াজ যশোরের  নওয়াপাড়া বন্দরে বুকিং করা হয়েছে।

পুরো রমজান মাস জুড়েই এ বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

যাযাদি/এস