মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

১২ ও ১৩ এপ্রিল ব্যাংক লেনদেন তিন ঘণ্টা

যাযাদি ডেস্ক
  ১১ এপ্রিল ২০২১, ১৮:৪২

করোনাভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতে আগামী দুই‌ দিন তফসিলি ব্যাংকগুলোর সীমিত পরিসরে লেন‌দে‌নের সময় বাড়ানো হ‌য়ে‌ছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১২ ও ১৩ এপ্রিল সোমবার ও মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহক লেন‌দেন কর‌তে পার‌বেন। আর ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।

রোববার (১১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন ‘করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখা প্রসঙ্গে’ সার্কুলার জারি করেছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করে‌ছে কেন্দ্রীয় ব্যাংক।

‌এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৫ এপ্রিল থেকে তফসিলি ব্যাংকগুলো সীমিত আকারে কার্যক্রম চালু রাখে। এ‌ত‌দিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত গ্রাহক লেন‌দেন ক‌রে। আর ব্যাংক খোলা ছিল দুপুর ২টা পর্যন্ত।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে