​লকডাউনে মোরেলগঞ্জে দ্বিগুণ বেড়েছে সবজির দাম, ক্রেতাদের নাভিশ্বাস

প্রকাশ | ১৮ এপ্রিল ২০২১, ১৯:৪৭

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

 

বাগেরহাটেরমোরেলগঞ্জে বাজারে চাহিদার তুলনায় সবজির সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে। লকডাউনের অযুহাতে কোন কোন সবজির দ্বিগুণের চেয়েও বেশী দাম বেড়েছে। দ্রুত দাম বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ।

 

মোরেলগঞ্জের বাজারেও বেড়েছে সবজির দাম। মোরেলগঞ্জ বাজার ঘুরে দেখা যায়, লকডাউনের আগের দিনে প্রতিটি সবজির দাম যা ছিলো, তা লকডাউনের সরবরাহ কম অযুহাতে দ্বিগুন বেড়েছে। দুই দিনের ব্যবধানে ৩০ টাকা কেজি দরের বেগুন এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা। ৮ টাকা কেজির শসা বিক্রি হচ্ছে ৫০ টাকা ও ৪০ টাকার পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। ঢেঁরস ছিলো ২৫ টাকা এখন তা বিক্রি হচ্ছে ৫০ টাকা, । এছাড়াও অন্যান্য সবজির দামও দ্বিগুন বেড়েছে।

সবজি কিনতে আসা ভ্যান চালক ইলিয়াস শেখ বলেন, 'লকডাউনের কারণে তেমন রোজগার নেই। বাজারে এসে দেখি সব সবজির দাম বেড়েছে। আমরা গরীব মানুষ দিন আনি দিন খায়। এভাবে সবজির দাম বাড়লে পরিবার পরিজন নিয়ে কিভাবে বাঁচবো।'

 

শেখ সাথী ইসলাম নামের সবজি ক্রেতা বলেন, 'হঠাৎ এত দাম বাড়লে, সাধারণ মানুষ কিভাবে চলবে, প্রশাসনের কাছে বাজার মনিটরিং-এর দাবি জানাচ্ছি।'

 

পাইকারি সবজি ব্যবসায়ী আব্দুর রশিদ ফকির বলেন, 'লকডাউনের কারণে বাজারে সবজির সরবারহ কম হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বেড়েছে। আমরা বাহিরের বাজার থেকে বেশি দামে কিনছি, তাই বাজারে বেশি দামে বিক্রি করছি। এছাড়াও গাড়ি ভাড়া বেশি হওয়ায় বেশী দামে বিক্রি করতে হচ্ছে।'

 

যাযাদি/ এস