বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইউক্রেনের খাদ্যশস্য রফতানিতে পতন

যাযাদি ডেস্ক
  ২৪ জুন ২০২১, ১২:৩২

ইউক্রেনে গত বছরের জুলাইয়ে ২০২০-২১ বিপণন মৌসুম শুরু হয়। চলতি মাসে এ মৌসুম শেষ হবে। এরই মধ্যে দেশটির খাদ্যশস্য রফতানি আগের মৌসুমের তুলনায় প্রায় ২২ দশমিক ৩ শতাংশ কমেছে।

সর্বশেষ হিসাব অনুযায়ী, রফতানির পরিমাণ কমে ৪ কোটি ৩৪ লাখ টনে নেমেছে। ইউক্রেনের কৃষি মন্ত্রণালয় আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্য জানায়।

ওয়ার্ল্ডগ্রেইনডটকমের প্রতিবেদনে বলা হয়, ৪ কোটি ৩৪ লাখ টন খাদ্যশস্যের মধ্যে ১ কোটি ৬৩ লাখ গম, ২ কোটি ২৩ লাখ টন ভুট্টা ও ৪১ লাখ ৫০ হাজার টন যব বিশ্ববাজারে সরবরাহ করেছে ইউক্রেন।

দেশটির কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২০-২১ মৌসুমে ইউক্রেনের খাদ্যশস্য উৎপাদন ৬ কোটি ৫০ লাখ টনে পৌঁছবে। মৌসুম শেষে খাদ্যশস্য রফতানির পরিমাণ সব মিলিয়ে ৪ কোটি ৫৮ লাখ টনে দাঁড়াবে।

বৈশ্বিক গম রফতানিতে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ ইউক্রেন। ২০১৯-২০ মৌসুমে দেশটি আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ২ কোটি ৫০ হাজার টন গম রফতানি করেছিল। কিন্তু এবার ভয়াবহ খরায় চ্যালেঞ্জের মুখে পড়ে দেশটির খাদ্যশস্য উৎপাদন। ব্যাপকভাবে ব্যাহত হয় গমের আবাদ। ফলে গম রফতানি ওই মৌসুমের তুলনায় ৮৭ লাখ টন কমেছে।

এদিকে ২০২১-২২ মৌসুমের জন্য খাদ্যশস্য আবাদ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। দেশটির কৃষি মন্ত্রণালয় জানায়, আবহাওয়া অনুকূল থাকলে আগামী মৌসুমে ইউক্রেনের খাদ্যশস্য উৎপাদন বেড়ে কমপক্ষে ৭ কোটি ৫০ লাখ টনে উন্নীত হবে।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে