মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভুট্টা আমদানিতে শীর্ষস্থান ধরে রাখবে চীন

যাযাদি ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩২

অনুকূল উৎপাদন মৌসুম এবং সরকারের নানামুখী নীতির কারণে চলতি বছর চীনে রেকর্ড পরিমাণ ভুট্টা উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে উৎপাদন বৃদ্ধি সত্ত্বেও দেশটি দ্বিতীয় বছরের মতো বিশ্বের শীর্ষ ভুট্টা আমদানিকারক দেশের তকমা ধরে রাখবে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ওয়ার্ল্ড এগ্রিকালচারাল প্রডাকশন শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনে জমি থেকে চলতি মৌসুমের ভুট্টা সংগ্রহ চলছে। দেশটির বার্ষিক উৎপাদন ২৭ কোটি ৩০ লাখ টনে পৌঁছবে বলে মনে করছে ইউএসডিএ। গত মৌসুমের তুলনায় উৎপাদন বাড়বে ৫ শতাংশ। এছাড়া দেশটি চলতি মৌসুমে ২ কোটি ৬০ লাখ টন ভুট্টা আমদানি করবে। বিদায়ী মৌসুমেও সমপরিমাণ ভুট্টা আমদানি করেছিল চীন। ওয়ার্ল্ড এগ্রিকালচারাল ডিমান্ড অ্যান্ড সাপ্লাই প্রতিবেদনে এ তথ্য জানায় ইউএসডিএ।

চীনের স্থানীয় বাজার এবং আন্তর্জাতিক বাজারে দামের তারতম্যের কারণে দেশটির ভুট্টা আমদানি অপরিবর্তিত রয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে গবাদি পশু খাদ্যের ঘাটতি দেখা দেয়ায় এ তারতম্য দীর্ঘস্থায়ী হতে পারে। চীনে তিন-চতুর্থাংশ ভুট্টাই গবাদি পশু খাদ্য হিসেবে ব্যবহার হয়।

আগে বৈশ্বিক ভুট্টা আমদানিতে প্রথম ছিল মেক্সিকো। ২০২০-২১ বিপণন মৌসুমে দেশটিকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসে চীন। এ বছরও সর্বোচ্চ আমদানিকারকের মুকুট ধরে রাখবে বৃহৎ অর্থনীতির দেশটি।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে