বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

​বেসিক ব্যাংক ও পদ্মা ব্যাংক একীভূতকরণের পক্ষে অর্থমন্ত্রী

যাযাদি ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর ২০২১, ২০:৪০

রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংক একীভূতকরণের পক্ষে মত দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, 'এ বিষয়ের খসড়া হয়ে গেছে। আমরা সেটি সংসদে নিয়ে যাবো এবং সেখানে অনুমোদন হওয়ার পর একীভূতকরণ কার্যক্রম শুরু হবে।’

বুধবার (২৯ সেপ্টেম্বর) অর্থনৈতিক সংক্রান্ত এবং সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি এখনও আবেদন পাইনি। পদ্মা ব্যাংকের বর্তমান মালিকানা কাঠামোতে রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, রূপালী, জনতা ব্যাংকের শেয়ার আছে। ব্যাংকটির পরিচালনা বোর্ডেও তারা আছেন। আমরা অবশ্যই এ প্রস্তাব বিবেচনা করতে পারি। আইনটি আগে হতে হবে, যার পরিপ্রেক্ষিতে এটি হবে।’

‘ব্যাংকটিতে যারা শেয়ারহোল্ডার হিসেবে আছেন, যারা ঋণগ্রহীতা বা ডিপোজিট রেখেছেন, তাদের দিকটিও আমাদের দেখতে হবে। তাই পদ্মা ব্যাংক যাতে বন্ধ না হয়ে যায়, ব্যাংকটি চলমান রাখার জন্যই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সহযোগিতার জন্য এগিয়ে এসেছে’ বলেও জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, সবাই তো চেষ্টা করতে পারে বিদেশ থেকে টাকা আনার জন্য। কিন্তু পদ্মা ব্যাংকের ব্যালেন্সশিট দেখে বিদেশিরা যদি মনে করেন বিনিয়োগের উপযুক্ত, তারা বিনিয়োগ করবেন। এ জন্য কোনও বাধা নেই। তবে তাদের কমপ্লায়েন্স থাকতে হবে।

তিনি আরও বলেন, ‘পদ্মা ব্যাংকের সঙ্গে যারা জড়িত ছিলেন, তারা ব্যাংকটি ভালোভাবে চালাতে পারেননি। সেখানে অনেক দুর্নীতি হয়েছে‑ আপনারা জানেন, আমরাও শুনেছি। তারা কীভাবে দুর্নীতিতে জড়িত হয়েছে, সেটা এখনও আমরা জানতে পারিনি। কারণ, যারা অন্যায় করেছে, দুর্নীতি করেছে, তার প্রাইমারি স্টেটমেন্ট ছিল। সেটির ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আইনি প্রক্রিয়া চলছে এবং তারা এখন জেলে আছেন।’

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে