বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

​টাঙ্গাইলে পেঁয়াজের দাম ঊর্ধমুখী ॥ কমেছে কাঁচা মরিচের দাম

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  ০৭ অক্টোবর ২০২১, ১৯:৪৭

টাঙ্গাইল শহরের কাঁচা বাজারগুলোতে পেঁয়াজের দাম সকাল-বিকাল কখনও ১০ টাকা কমে প্রতিকেজি ৬০ টাকা আবার কখনও ১০ টাকা বেশি দামে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার(৭ অক্টোবর) জেলা শহরের বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য জানাগেছে। এছাড়া কাঁচা মরিচ গত এক সপ্তাহের ব্যবধানে ২০০ টাকা থেকে কমে প্রতিকেজি ১২০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে। বাজার বেধে মূলা, পটল, করলা, ফুলকপি(ছোট), শশা, ঢেড়শ, পেঁপের দাম ৫-১৫ টাকা কমেছে।

সরেজমিনে টাঙ্গাইল শহরের পাইকারী পার্কবাজার, বটতলা, ছয়আনী, সাবালিয়া, বাস টার্মিনাল, বৈল্যা, সন্তোষ, বউ বাজার ও আমিন বাজার ঘুরে দেখা গেছে, আগাম শীতকালীন বিভিন্ন সবজি ইতোমধ্যে বাজারে উঠেছে। গত এক সপ্তাহের ব্যবধানে আগাম নানা সবজির দাম কিছুটা কমেছে। তবে গত সপ্তায় প্রতিকেজি পেঁয়াজ ৪৫-৫০ টাকায় বিক্রি হলেও এ সপ্তায় বেড়ে বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। আবার এক বাজারে ৬০ টাকায় বিক্রি হলেও অন্য বাজারে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে কাঁচামরিচ গত সপ্তায় ১৮০-২০০ টাকায় বিক্রি হলেও এ সপ্তায় কমে ১২০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

টাঙ্গাইল শহরের বিভিন্ন বাজারের খুচরা ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে কথা বলে জানাগেছে, প্রতিকেজি রসুন(বড়) ১২০, রসুন(ছোট) ৬০ টাকা, আদা ১০০-১২০, আলু ২০-২৫ টাকা; লেবু, বেগুন, পটল, শশা ইত্যাদি প্রতিকেজি ৩০-৪০ টাকা, করলা ৫০-৬০, মূলা ও ঢেড়শ ৪০-৫০, ফুলকপি(ছোট) ৮০-১০০, বাঁধাকপি ৫০-৬০, কাঁচাপেঁপে ১৫-২০, মিষ্টিলাউ ২৫-৩০ টাকায় প্রতিকেজি বিক্রি হচ্ছে। লালশাক ও পুঁইশাক প্রতিকেজি বিক্রি হচ্ছে আকার বেধে ২০-৩৫ টাকায়, মাঝারি সাইজের দেশি লাউ ৩৫-৪৫ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি সাইজের রুইমাছ প্রতিকেজি ৩০০-৩৫০ টাকা, কার্পজাতীয় মাছ ১৮০-২২০টাকা, পাঙ্গাস মাছ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়। এছাড়া চিংড়ি(ছোট) ৪০০-৬০০ এবং চিংড়ি(বড়) ৭০০-১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিভিন্ন বাজারের ক্রেতারা জানায়, শীতকালীন সবজিগুলো এখনও পুরোপুরিভাবে বাজারে না আসায় যেগুলো এসেছে তার দাম কিছুটা বেশি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে