সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে পুঁজিবাজারে লেনদেন

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২১, ১১:২৫

যাযাদি ডেস্ক

 

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

 

এদিন বেলা ১০টা ৫৫ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৯৭৪ পয়েন্টে।  এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪৬৫ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৬৪২ পয়েন্টে।

 

এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬৮টি কোম্পানির শেয়ারের।  দাম কমেছে ৪৪টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

 

অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৮৮ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৩৪৩ পয়েন্টে অবস্থান করছে।

 

যাযাদি/এসএইচ