​চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬.৪ শতাংশ হতে পারে : বিশ্বব্যাংক

প্রকাশ | ১২ জানুয়ারি ২০২২, ১৬:৪২

যাযাদি ডেস্ক

 

চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ছয় দশমিক চার শতাংশ হতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

 

এছাড়া ২০২২-২৩ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছয় দশমিক নয় শতাংশ হতে পারে বলে ধারণা করছে সংস্থাটি।

 

বিশ্বব্যাংকের প্রাক্কলন অনুযায়ী, গত ২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি পাঁচ শতাংশ ছিল।

সর্বশেষ গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনের ভিত্তিতে এ পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সূত্র : ইউএনবি

 

যাযাদি/ এস