বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেষ হলো চতুর্থ হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪০

সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে চতুর্থ হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল ২০২২ এবারের মেলায় প্রায় ৫০ লাখ টাকার পণ্য বিক্রি প্রায় ২৮ লাখ টাকার পণ্যের অর্ডার পেয়েছেন উদ্যোক্তারা

গতকাল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এতে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের এমডি . মো. মফিজুর রহমান এবং ফেস্টিভ্যালের নানা দিক তুলে ধরেন অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স বাংলাদেশ (এএফডিবি) সভাপতি মানতাশা আহমেদ

বাংলাদেশের গৌরবময় ঐতিহ্য কৃষ্টির অংশ ঐতিহ্যবাহী তাঁতপণ্যের প্রস্তুতকারক শীর্ষস্থানীয় ডিজাইনারদের মধ্যে সংযোগ স্থাপন, বিলুপ্তি রোধকরণ এবং সর্বোপরি দেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এসএমই ফাউন্ডেশন এবং অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স বাংলাদেশ (এএফডিবি) টানা চতুর্থবারের মতো আয়োজন করেছে হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল

মেলায় বয়নশিল্প প্রদর্শনের পাশাপাশি প্রায় ৫০টি স্টলে ক্রেতা-দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কাপড় হস্তশিল্প পণ্য, পাটজাত, বাঁশ বেতজাত পণ্য

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে