বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পোশাক শিল্পে বিদ্যমান কর বহাল রাখার প্রস্তাব

যাযাদি ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৩

রপ্তানিমুখী পোশাক শিল্পে বিদ্যমান উৎসে করপোরেট কর আগামী বছর পর্যন্ত বলবৎ রাখার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) নগদ সহায়তার ওপর আয়কর কর্তনের হার শূন্য নির্ধারণের দাবি জানিয়েছে সংগঠনটি

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ২০২২-২৩ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় প্রস্তাব উপস্থাপন করেন বিজিএমইএর সভাপতি মো. ফারুক হাসান

সভায় সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বক্তব্য রাখেনবিজিএমইএর অন্যান্য প্রতিনিধিসহ এনবিআর কাস্টমস সদস্য (শুল্ক নীতি) মাসুদ সাদিক, সদস্য (ভ্যাট নীতি) জাকিয়া সুলতানা এবং সদস্য (আয়কর নীতি) সামস উদ্দিন আহমেদ

বিজিএমইএর সভাপতি মো. ফারুক হাসান বলেন, ‘কোভিড-১৯ এর চ্যালেঞ্জ আমরা অনেক দেশের তুলনায় ভালোভাবে মোকাবিলা করেছি এখন তার ফল পাচ্ছি কোভিডের আগের অবস্থার তুলনায় আমাদের রপ্তানি বেড়েছে এখন মাসে প্রায় বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হচ্ছে রপ্তানির এই ঊর্ধ্বমুখী ধারা আরও বাড়ানোর সুযোগ আছে সুযোগ নেওয়ার জন্য পণ্যের দাম কমানোসহ বেশকিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে তাই, উদ্যোক্তারা চাপে আছেন এমন পরিস্থিতিতে উৎসে কর বিদ্যমান .৫০ শতাংশ, করপোরেট কর সাধারণ কারখানার জন্য ১২ শতাংশ এবং গ্রিন কারখানার ক্ষেত্রে ১০ শতাংশ আরও বছর পর্যন্ত বহাল রাখার অনুরোধ করছি এছাড়া, খাতের উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে নগদ সহায়তার ওপর যে ১০ শতাংশ হারে আয়কর নেওয়া হয়, তা রহিত করা প্রয়োজন

তিনি আরও বলেন, ‘রপ্তানির ক্ষেত্রে বেশকিছু সমস্যা আছে এর মধ্যে বেশি সমস্যা হচ্ছে এইচএস কোড দিয়ে কোনো পণ্য চিহ্নিতকরণ কোডের পণ্য জাহাজীকরণ করতে জটিলতার কারণে ক্রেতার পণ্য পেতে বিলম্ব হচ্ছে এমন সমস্যায় পড়ে আমাদের পণ্য সরবরাহের সক্ষমতা নিয়ে নেতিবাচক প্রচার বাড়ছেএমন পরিস্থিতিতে পণ্যের বর্ণনা দিয়ে তা ছাড়ের অনুরোধ জানান তিনি

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, ‘পোশাক শিল্পের প্রতি সরকারের সুদৃষ্টি আছে কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবিলা করতে সরকার যে সুযোগ-সুবিধা পোশাক শিল্পের জন্য দিয়েছে, আমি মনে করি, সে সুবিধা নিয়েই আজকে আপনাদের অর্ডারে অর্ডারে ভরে যাচ্ছে আমরাও পোশাক শিল্পের উন্নতি চাই শিল্পের সমস্যা খুঁজে বের করে তার সমাধান করছে এনবিআর তবে, ঢালাওভাবে সুবিধা দিতে গেলে অনেক ক্ষেত্রে তার অপব্যবহার হতে পারে

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে