শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘মোংলা বন্দর কর্তৃপক্ষের চ্যানেলে পুনরায় ৯.৫ মিটার ড্রাফটের বানিজ্যিক জাহাজ আগমন’

যাযাদি ডেস্ক
  ২০ মার্চ ২০২২, ১৯:০০

মোংলা বন্দর চ্যানেলের আউটার বারে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প ডিসেম্বর ২০২০ সমাপ্ত হয় ড্রেজিং এর পূর্বে . মিটার এর অধিক ড্রাফটের জাহাজ বন্দরে আসতে পারতো না

প্রকল্পের আওতায় আউটার বারের দুইটি সেকশনে ১১.০৮ কিঃমিঃ এলাকা হতে প্রায় ১১৯ ..মি. ড্রেজিং করা হয় ক্যাপিটাল ড্রেজিং এর পর নভেম্বর ২০২০ হতে আউটার বার অতিক্রম করে .-. মি. ড্রাফটের জাহাজ বন্দরে আসা শুরু হয় ২০২০-২০২১ অর্থবছরে রের্কড সংখ্যক ৯৭০ টি বানিজ্যিক জাহাজ মোংলা বন্দরে আগমন করে

পরবর্তীতে ২০২১ সালে বর্ষা মৌসুমের প্রভাবে উল্লেখিত আউটারবারের হিরণ পয়েন্ট সংলগ্ন এলাকায় পলি জমে নাব্যতা কিছুটা হ্রাস পায় ফলশ্রুতিতে, গত নভেম্বর ২০২১ হতে ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত চ্যানেলে . মিটার এর অধিক ড্রাফটের জাহাজ আগমনে বিঘ্ন ঘটে তৎপ্রেক্ষিতে বন্দর কর্তৃপক্ষ জরুরী ভিত্তিতে গত ০৯ জানুয়ারি ২০২২ হতে ০৮ মার্চ ২০২২ পর্যন্ত উক্ত এলাকায় সংরক্ষণ ড্রেজিং কার্য সম্পন্ন করে ফলশ্রুতিতে বন্দরে জাহাজ আগমনের হার পূর্বের ন্যায় বহুলাংশে বৃদ্ধি পেয়েছে এবং চলতি মাসের ২০ মার্চ ২০২২ পর্যন্ত ৭০ টি জাহাজ বন্দরে আগমন করেছে

সংরক্ষণ ড্রেজিং পরবর্তী ধারাবাহিকতায় ২০ মার্চ ২০২২ তারিখে কসমস শিপিং এজেন্টের . মিটার ড্রাফটের পানামা পতাকাবাহী জাহাজ এম.ভি.মার্ককুরিয়াস ৩৫০০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের হারবারিয়া-১২ তে আগমন করে ফলে বন্দরব্যবহারকারী, শিপিং এজেন্ট, স্টিভিডর আমদানিকারকদের মধ্যে স্বস্তি উদ্দীপনা সৃষ্টি হয়েছে

বিষয়ে মোংলা বন্দরের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন বলেন, “বন্দর চ্যানেল এর নাব্যতা ধরে রাখার বিষয়ে আমরা সরকারের সাথে অঙ্গিকারবদ্ধ মাঝে কিছু সময় অধিক ড্রাফটের বানিজ্যিক জাহাজ আগমনে বিঘ্ন ঘটলেও দ্রুত আউটারবার- সংরক্ষণ ড্রেজিং এর ফলে স্বল্প সময়ের মধ্যে . মিটারের জাহাজ পুনরায় আগমন করেছে এখন থেকে ইনশাআল্লাহ নির্বিঘ্নে মোংলা বন্দরের চ্যানেলে .-. মিটারের জাহাজ অনায়াশে গমনাগমন করতে পারবে

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে