বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রমজানে ব্যাংকে লেনদেন দুপুর ২.৩০টা পর্যন্ত

যাযাদি ডেস্ক
  ৩০ মার্চ ২০২২, ১৮:০৭

রোজা শুরু আগামী সপ্তাহে রোজায় ব্যাংকে লেনদেন চলবে দুপুর .৩০টা পর্যন্ত সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক

বুধবার (৩০ মার্চ) জারি করা নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে

নির্দেশনায় বলা হয়, দেশে কর্মরত সব তফসিলি ব্যাংকের লেনদেন রমজান মাসে সকাল .৩০টা থেকে .৩০টা পর্যন্ত চলবে তবে ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে তবে বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে রমজান শেষে ব্যাংকগুলো আবার আগের সময়সূচিতে ফিরে যাবে বলে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় জানানো হয়েছে

সাধারণ সময়ে ব্যাংকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন হয় এছাড়াও অফিসিয়াল কার্যক্রম চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত

রমজান উপলক্ষে সরকারি অফিস আদালতের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এটি বিবেচনা করে ব্যাংকের সময়সূচি নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে