​​​​​​​এলজিইডির ক্রিলিকের দুদিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ | ৩১ মার্চ ২০২২, ২০:৫৯

যাযাদি ডেস্ক

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গ্রীন ক্লাইমেট ফান্ড, জার্মান উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ সরকার এর আর্থিক সহায়তাপুষ্ট ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্পের আওতায় ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে, যা স্থানীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রণয়ন, ডিজাইন, বাস্তবায়ন মূল্যায়নে জলবায়ু পরিবর্তন সহিষ্ণুতাকে মূলধারায় সম্পৃক্ত করতে সহায়তা করবে কর্মশালার উদ্দেশ্য ছিলো প্রকল্পের কার্যক্রম পর্যালোচনার মাধ্যমে পরবর্তী কর্ম-পরিকল্পনার সুপারিশ প্রদান করা

এরই ধারাবাহিকতায় ২৮ ২৯ মার্চ দুদিনব্যাপি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক)-এর কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালার উদ্ধোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’ প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন অনুষ্ঠানের সমাপনী অধিবেশন বক্তব্যে প্রধান প্রকৌশলী গ্লোবাল ক্লাইমেট ফান্ডের আর্থিক সহায়তায় বাংলাদেশের প্রথম প্রকল্প ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক)-কে  সুষ্ঠুভাবে প্রতিষ্ঠার জন্য এলজিইডি এর সকল প্রকৌশলী পরামর্শকবৃন্দকে বিশদ বিশ্লেষণের মাধ্যমে সুনিদিষ্ট সুপারিশ সমাধান প্রদানের আহবান জানান

কর্মশালায় প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী পরিকল্পনা, ডিজাইন গবেষণা ইউনিট জনাব মোঃ আহসান হাবিব, অতিরিক্ত প্রধান প্রকৌশলী পল্লি অবকাঠামো উন্নয়ন ব্যবস্থাপনা ইউনিট জনাব মোহাঃ আব্দুল মালেক সরকার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সড়ক সেতু রক্ষণাবেক্ষণ ইউনিট জনাব মোঃ আলি আখতার হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী  জনাব মোঃ নূর হোসেন হাওলাদার অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মন্মথ রঞ্জন হালদার  

সভায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ক্রিলিক পরিচালক  জনাব কে এম লুৎফর রহমান এসময় উপস্থিত ছিলেন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোঃ জসিম উদ্দিন প্রকল্পের উপ-পরিচালক জনাব মোহাম্মদ নাজমুল হাসান চৌধুরী এছাড়াও চারটি ওর্য়াকিং গ্রুপের সদস্য সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির সদস্যগণ ওয়ার্কশপে যোগদান করেন

আর্থিক সহায়ক প্রতিষ্ঠান জার্মান উন্নয়ন ব্যাংক কেএফডব্লিউ এর মিশন প্রধান সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার মিস ক্রিস্টিনা বার্টজ, কেএফডব্লিউ-এর সিনিয়র আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট জনাব মেহেদী আহসান কেএফডব্লিউ এর পরার্মশক মিস অ্যাস্ট্রিড ডেনকার দুদিনব্যাপি কর্মশালায় তাদের মূল্যবান অভিমত ব্যক্ত করেন অনুষ্ঠানটি পরিচালনা করেন কোমো জার্মানির আর্ন্তজাতিক পরামর্শক মিঃ স্টেফান মেয়ার

ক্রিলিকের পরামর্শক টিম লিডার মিঃ জোহানেস আলবার্ট মারিয়া ভ্যান ওম্যান সিনিয়র ইনিস্টিটিউশনাল স্পেশালিস্ট মিঃ নেস্টর জাপাতা সভার বিভিন্ন দিক তুলে ধরেন সভায় ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র সহকারী প্রকৌশলী নাজরিন জামান, ফাতেমা ইসমত আরা, . রিপন হোড়, সাদিয়া শারমিন, সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন এছাড়া সভায় উপস্থিত ছিলেন পরামর্শক দলের মিঃ ডান বুম, মিঃ এন্টনিও আরেনাস, গোলাম কিবরিয়া, বান্দা হাফিজ, . লুৎফর রহমান, ফারুক বিশ্বাস, রউফ আকন্দ, মাহমুদ রিয়াজ, নাজমুল হাকিম, মনোয়ার সোহেল, নাফিস জামান, সৈয়দ মাহবুব আহসান,খায়রুল ইসলাম,রুখসানা বেগম, তাজিয়া জাফরিন, মোঃ শাহজাহান প্রমুখ

 

যাযাদি/এস