‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনে সারা বছর টিসিবি কার্যক্রম’

প্রকাশ | ০৪ এপ্রিল ২০২২, ১৬:৪৭

যাযাদি ডেস্ক

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনে সারা বছর সরকার টিসিবির কার্যক্রম চালু রাখবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

 

সোমবার ( এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা জানান

 

বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সার্বক্ষণিক লেগে আছে কারণে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এছাড়া ভ্যাট কমানোর ফলে দামের ওপর প্রভাব পড়েছে গতকাল বাজারে সরেজমিনে গিয়ে প্রমাণ পাওয়া গেছে সয়াবিন তেল ১৬০-১৬৫ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে

 

টিপু মুনশি বলেন, ভ্যাট প্রত্যাহারের পর প্রচুর পরিমাণ তেল আমদানি করা হয়েছে সবশেষ গত ২৬ মার্চ পর্যন্ত ৭০ হাজার টন তেল মজুদ রয়েছে তারপরও কোথাও কোনো ত্রুটি থাকলে আমরা সেটা নির্ধারণ করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি

 

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কাজ কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে কয়েকটি গ্রুপের বাধাপ্রাপ্ত খবর আমরা পেয়েছি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে

 

যাযাদি/এস