​​​​​​​ফের বাড়ল ভোজ্যতেলের দাম

প্রকাশ | ০৫ মে ২০২২, ১৯:২০

যাযাদি ডেস্ক

 

 

দেশে আরও এক দফায় বাড়ল সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩৮ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন ১৯৮ টাকা, খোলা সয়াবিন ৪০ টাকা বাড়িয়ে ১৮০ টাকা পাম সুপার ১৭২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন

 

এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৮৫ টাকা সেই সঙ্গে প্রতিলিটার পাম অয়েলের দাম ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে

 

বৃহস্পতিবার ( মে) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে সেই সঙ্গে নতুন এই দর আগামীকাল শুক্রবার ( মে) থেকেই কার্যকর হবে বলেও জানানো হয়েছে

 

এর আগে ২০২১ সালের ১৯ অক্টোবর সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা নির্ধারিত ছিল এছাড়া বোতলজাত সয়াবিনের পাঁচ লিটারের দাম ৭৬০ পাম তেলের দাম ছিল প্রতি লিটার ১১৮ টাকা

 

এরপর চলতি বছরের ফেব্রুয়ারি দাম বাড়িয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল টাকা বেড়ে ১৬৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম টাকা বেড়ে ১৪৩ টাকা ছাড়াও বোতলজাত সয়াবিনের পাঁচ লিটারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ৭৯৫ পাম তেলের দাম ১৫ টাকা বড়িয়ে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়

 

উল্লেখ্য, ঈদের প্রায় দুই সপ্তাহ আগে থেকেই রাজধানীজুড়ে তেলের সংকট দেখা দেয় যা ঈদের পরে তীব্র আকার ধারণ করে বর্তমানে রাজধানীর পাড়া-মহল্লার কোনো দোকানেই মিলছে না সয়াবিন, পাম অয়েল তেলের দেখা ব্যবসায়ীদের দাবি- সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো তেল সরবরাহ বন্ধ রেখেছে

 

যাযাদি/এস