‘গভর্নরহীন’ বাংলাদেশ ব্যাংক

প্রকাশ | ০৪ জুলাই ২০২২, ১৭:৪৯

অর্থ-বাণিজ্য ডেস্ক

তিন দফায় ৬ বছর ৩ মাস বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন শেষ করে গতকাল রবিবার (৩ জুলাই) বিদায় নিয়েছেন ফজলে কবির। গভর্নর হিসেবে নতুন নিয়োগ পাওয়া আব্দুর রউফ তালুকদার আগামী ১২ জুলাই যোগ দেবেন। ফলে আজ সোমবার (৪ জুলাই) থেকে প্রায় এক সপ্তাহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদটি খালিই থাকছে। 

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, গভর্নরের অবর্তমানে ডেপুটি গভর্নররা তাদের নিজ নিজ ক্ষেত্রে এ দায়িত্ব পালন করবেন। এর আগে রবিবার (৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে বাংলাদেশ ব্যাংককে গভর্নরের অবর্তমানে দৈনিক কার্যক্রম চালিয়ে নেওয়ার বিষয়টি জানিয়ে দেওয়া হয়।

ওই আদেশে বলা হয়েছে, গভর্নর ফজলে কবিরের মেয়াদপূর্তিতে ৪ জুলাই থেকে নতুন গভর্নর যোগদানের পূর্ব পর্যন্ত দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে ব্যাংকের ডেপুটি গভর্নররা স্ব স্ব ক্ষেত্রে তাদের দৈনিক কার্যক্রম করবেন। আর ডেপুটি গভর্নর-১ আহমেদ জামাল গভর্নরের দৈনিক ডাক দেখবেন এবং সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করবেন।

যাযাদি/ এস