বিজিএমইএ সভাপতির সঙ্গে আইটিসিআইএলও-এর প্রশিক্ষণ পরিচালক আন্দ্রেয়াস ক্লেমারের সাক্ষাৎ

প্রকাশ | ০৪ জুলাই ২০২২, ২১:০৬

যাযাদি ডেস্ক

আইটিসিআইএলও (ITCILO) এর প্রশিক্ষণ পরিচালক আন্দ্রেয়াস ক্লেমার (Andreas Klemmer) ০২ জুলাই ২০২২ গুলশানস্থ বিজিএমইএ পিআর অফিসে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন

 

সময় উপস্থিত ছিলেন নীরন রামজুথান (Neeran Ramjuthan), প্রোগ্রাম ম্যানেজার, লেবার এডমিনিষ্ট্রেশন এন্ড ওয়ার্কিং কন্ডিশনস ক্লাস্টার, আইএলও বাংলাদেশ এবং এস এম বোরহান উদ্দিন, প্রোগ্রাম অফিসার, গভর্ন্যান্স, সোশাল ডায়লগ অ্যান্ড ইন্ডাষ্ট্রিয়াল রিলেশনস (SDIR) প্রকল্প, আইএলও কান্ট্রি অফিস ফর বাংলাদেশ

 

সভায় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সহ-সভাপতি মিরান আলী এবং বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন আইএলও এর চেয়ারম্যান এএনএম সাইফুদ্দিন

 

তারা শিল্প সম্পর্কের ক্ষেত্রে নিয়োগকর্তা এবং শ্রমিক প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধি এবং আইআরআই প্রদত্ত বিদ্যমান প্রশিক্ষণ প্যাকেজ তার কার্যকারিতার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন শ্রম বিধি অনুসারে আইআরআই (ইন্ডাষ্ট্রিয়াল রিলেশনস ইনষ্টিটিইট) এর ভূমিকাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন

 

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান গত কয়েক বছরে বাংলাদেশের পোশাক শিল্পে অব্যাহতভাবে সহায়তা প্রদানের জন্য আইটিসি-আইএলওকে ধন্যবাদ জানিয়ে বলেন যে এই সহায়তা শিল্পকে সুষ্ঠু শিল্প সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করেছে

 

তিনি শ্রমিকদের অধিকার, কল্যান এবং ফ্রিডম অব এসোসিয়েশন প্রভৃতি ক্ষেত্রে পোশাক শিল্পের প্রতিশ্রুতবদ্ধ প্রচেষ্টার কথাও তুলে ধরেন ফারুক হাসান বলেন, “আমরা সংলাপ আলোচনায় বিশ্বাস করি, এবং আইএলও-এসডিআইআর প্রকল্পটি সংলাপের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে

 

বৈঠকে বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন আইএলও এর চেয়ারম্যান, এএনএম সাইফুদ্দিন আইআরআই এর কার্যকারিতা অবহিত এবং উদ্যোগটির প্রশংসা করে নিয়োগকর্তা, শ্রমিক এবং সরকারি সংস্থার মধ্যে ত্রি-পক্ষীয় সহযোগিতার মাধ্যমে এটিকে আরও কার্যকর করার সুপারিশ করেন

 

যাযাদি/ এস