দেশের বাজারে স্বর্ণের দাম প্রায় লাখ টাকা
প্রকাশ | ০১ এপ্রিল ২০২৩, ১৭:৩৪

আবারো বাড়ল স্বর্ণের দাম। দেশের বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। এতে সবথেকে ভালো মানের স্বর্ণের দাম প্রায় লাখ টাকা হয়েছে।
২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭২৮ টাকা বাড়িয়ে নতুন দাম ঠিক করা হয়েছে। এতে এই মানের স্বর্ণের ভরির দাম পড়বে ৯৯ হাজার ১৪৪ টাকা। রোববার থেকে এ দাম কার্যকর হবে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
যাযাদি/এসএস