থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে : থাই রাষ্ট্রদূত
প্রকাশ | ২৯ মে ২০২৩, ১২:৩৩

থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে চমৎকার সুসম্পর্ক বিরাজ করছে বলে উল্লেখ করেছেন থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর। গত শুক্রবার রাজধানীর হোটেল আমারিতে থাইল্যান্ডের পায়াথাই-১ হাসপাতালের আয়োজনে এক মেডিকেল ট্যুরিজম সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই অভিব্যক্তি প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এশিয়া মেডিকেয়ার গ্রুপ (এএমসি) বাংলাদেশের চেয়ারম্যান মিস থানাপন ও এএমসি বাংলাদেশের ডিরেক্টর হাসিব হলি ৷
সেমিনারে থাইল্যান্ডের স্বনামধন্য পায়াথাই-১ হাসপাতাল তাদের বিশেষজ্ঞ ক্যান্সার ও অর্থপেডিক চিকিৎসক টীম নিয়ে অংশগ্রহন করে ৷
পায়াথাই-১ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার মিস তানউইমন এবং মি: ক্রাইনন উপস্থিত অতিথিদের ফ্রি মেডিকেল পরামর্শ দেন ৷
এরপর অতিথিদের মাঝে রেফেল ড্র'র মাধ্যমে পুরষ্কার বিতরন করা হয়।
যাযাদি/ এস