কোমাৎসু জাপান এবং ডিমো বাংলাদেশ মধ্যকার বিপনন ও বিতরন চুক্তি সম্পাদিত

প্রকাশ | ০১ অক্টোবর ২০২৩, ২০:২৯

যাযাদি ডেস্ক

বিশ্বের অন্যতম বৃহত্তম নির্মাণ ও খনির সরঞ্জাম প্রস্তুতকারক, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে এটি বড় অবদান রাখতে যাচ্ছে। কোমাতসু  জাপান শিল্প গ্রুপ ডিমোর সাথে তাদের পণ্য বুল ডোজার, হাইড্রোলিক খননকারী, মোটর গ্রাডার এবং চাকা লোডকারী  বাংলাদেশের বাজারে বাজারজাতকরণ, বিতরণ,  বিপনন, বিক্রি সার্ভিসিং ও সেবা প্রদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। গত ২৬ শে সেপ্টেম্বর  সন্ধ্যায় ঢাকার রেডিসন ব্ল হোটেলে  বিপুল সংখ্যক গ্রাহক এবং ডিলারদের উপস্থিতিতে একটি অনাম্বড়র অনুষ্ঠানের মাধ্যমে কোমৎসু এবং ডিমোর মধ্যকার  সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

জাপানের কোমাৎসু লিমিটেডের গ্রুপ ম্যানেজার জনাব কাজুমা নাকানিশি ও কোমাৎসু ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব ইয়াসুনরি ফুজি জনাব গানাথ পান্ডে, গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা, এবং ডিমো, বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মিঃ চামিন্দা রানওয়ানার সঙ্গে বিতরণ ও বিপনন চুক্তির অনুলিপি বিনিময় করেন। এই অনুষ্ঠানে এনডিই ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, বাংলাদেশ এর পরিচালক ফাহাদ আলম রাদের হাতে প্রতীকী চাবি তুলে দেওয়া হয়। 

ডিমো ৫০ বছরেরও বেশি সময় ধরে শ্রীলঙ্কার বাজারে কোমাতসু ব্র্যান্ডের উচ্চ-মানের আর্থ-মোভিং, কোয়ার এবং খনির সরঞ্জামের শীর্ষস্থানীয়  সরবরাহকারী। ডিমো ব্যাপক অভিজ্ঞতা লাভ করে তার শক্তিশালী ও গতিশীল বিক্রয়-কাম-প্রোডাক্ট সাপোর্ট টিমের মাধ্যমে বিশ্বমানের কোমাৎসু মেশিন সারা বাংলাদেশে সরবরাহ করার জন্য প্রতিজ্ঞাবদ্ব।  বাংলাদেশের গাজীপুর শহরে নির্মাণ শিল্পের পণ্য রক্ষণাবেক্ষণ ও বাজারজাত পরবর্তী সাপোর্ট দেওয়ার জন্য একটি বড় ওয়ার্কসপ নির্মাণ করা হয়েছে।

ঢাকায় ডিমো কোমাতসুর সঠিক অংশীদার হিসেবে শ্রীঘ্রই একটি গেম চেঞ্জার হয়ে উঠবে, যা বাংলাদেশের নির্মাণ শিল্প বাজারকে নতুন করে সুসজ্জিত করবে।  কোমাতসু  বাংলাদেশের জনগণ ও সমাজের জন্য উন্নত ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করবে।

যাযাদি/ এম